Site icon Jamuna Television

ছাত্রাবাস থেকে রাবি ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিভাগের মেধা তালিকায় ২য় স্থানে। রাত পোহালেই পরীক্ষা। কিন্তু সন্ধ্যায় পুলিশ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঐ শিক্ষার্থী ফিরোজ কবীরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে।

সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টায় নগরীর আমজাদের মোড় এলাকার রাজু ছাত্রাবাস থেকে তার মরদেহ উদ্ধার করে মতিহার থানা পুলিশ।

ফিরোজ কবির বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের তৃতীয় বর্ষে (২০১৬-১৭) সেশনের শিক্ষার্থী। আগামীকাল থেকে শুরু হবে তার বিভাগের ৩য় বর্ষের বার্ষিক পরীক্ষা।

ফিরোজের ছাত্রাবাসের শিক্ষার্থীরা জানান, অনেক ডাকাডাকির পরও রুম না খোলায় মতিহার থানা পুলিশকে বিষয়টি জানান তারা। পরে পুলিশ এসে রুমের দরজা ভেঙ্গে সিলিং ফ্যানের সাথে ঝুলতে থাকা মরদেহ উদ্ধার করে।

সহপাঠীরা জানিয়েছে,বিভাগের মেধা তালিকায় ২য় স্থানে ফিরোজ। পড়ালেখা নিয়ে ব্যস্ত থাকতো। হঠাৎ সকালে জানায় পরীক্ষায় অংশগ্রহণ করবে না। কিন্তু কি কারণে করবে না তা স্পষ্ট করেনি।

পুলিশ বলছে, প্রাথমিক ভাবে আত্মহত্যা মনে হলেও মরদেহ ময়নাতদন্তের পর বিষয়টি স্পষ্ট হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান বলেন,ময়নাতদন্তের পর মঙ্গলবার সকালে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।তার বাড়ি গাইবান্ধা জেলা সদরে।

Exit mobile version