ফ্রান্সের মসজিদে গোলাগুলি এবং অগ্নিসংযোগ: আহত ২, গ্রেফতার ১

|

ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি মসজিদে গোলাগুলি এবং অগ্নিসংযোগের ঘটনায় গ্রেফতার হয়েছেন এক ব্যক্তি। সোমবারের হামলায় আহত হন দুই মুসল্লি।

পুলিশ বিবৃতিতে জানায়, দেশটির বেয়নে শহরের স্থানীয় মসজিদে হঠাৎ-ই গুলি ছোঁড়া শুরু করেন ৮৪ বছরের এক বৃদ্ধ। একইসাথে, অগ্নিসংযোগও করেন তিনি।

এসময়, মসজিদে থাকা ৭০ বছরের বেশি বয়স্ক দুই মুসল্লি তাকে আটকানোর চেষ্টা করলে, গুলিবিদ্ধ হন। বর্তমানে, তারা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে, গ্রেফতারকৃত ব্যক্তিকে ক্লদ সিংকে হিসেবে শনাক্ত করেছে পুলিশ।

তবে, হামলার কারণ এখনো নিশ্চিত করেনি; চলছে তদন্ত। এ ঘটনায়, প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনসহ দল-মত নির্বিশেষে সবাই নিন্দা জানান।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply