দু’দিন ধরে বিদ্যুৎ না থাকায় পাবনা জেনারেল হাসপাতালের দুটি ওয়ার্ডে চিকিৎসা সেবায় স্থবিরতা নেমে এসেছে। নানা ভোগান্তিতে রয়েছে প্রায় দুই শতাধিক রোগী।
জানাগেছে, রোববার সকাল থেকে দুটি ওয়ার্ডে বিদ্যুৎ নেই। মাটির নিচ দিয়ে যাওয়া তারে লিকেজ হওয়ায় দীর্ঘসময়েও তা সারাতে পারেনি বিদ্যুৎ বিভাগের লোকজন।
এখানকার নতুন ভবনে মেডিসিন আর গাইনি ওয়ার্ড রয়েছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পরছেন রোগীরা রাতের বেলায়, অন্ধকারাচ্ছন্ন অবস্থায় থাকছেন রোগী ও তাদের স্বজনরা। সেই সাথে প্রতি পদে ভোগান্তির শিকার হচ্ছেন হাসপাতালের চিকিৎসক ও নার্সরাও।
Leave a reply