ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিদ্যমান আবাসন সঙ্কট ও গণরুম সমস্যার কোন দৃশ্যমান সমাধান গ্রহণে পদক্ষেপ না নেয়ায় পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়েছে বিভিন্ন হলের গণরুমে থাকা শিক্ষার্থীরা।
ডাকসু সদস্য তানভীর হাসান সৈকতের নেতৃত্বে আজ মঙ্গলবার সকাল ১০ টার দিকে ভিসির বাসভবনে থাকার উদ্দেশ্যে যান শিক্ষার্থীরা।
এসময় উপাচার্য বাসভবনে নেই জানিয়ে শিক্ষার্থীদের বাসভবনে প্রবেশে বাধা দেয় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি। পরে তারা ভিসির বাসভবনের সামনে অবস্থান নেন।
এ ব্যাপারে তানবীর হাসান সৈকত বলেন, ভিসি স্যারকে আমরা সময় বেধে দিয়েছিলাম। কিন্তু স্যার আমাদের দৃশ্যমান পদক্ষেপ দেখাতে পারেনি। ফলে এই সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত আমরা এখানেই অবস্থান করবো।
Leave a reply