আমরা সাকিবের পাশে আছি: ক্রীড়া প্রতিমন্ত্রী

|

সাকিবের নিষেধাজ্ঞার বিষয়ে জানতে আজই আইসিসিকে চিঠি দেয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। তিনি বলেন, মন্ত্রণালয় সাকিবের পাশে আছে। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, আমরা অবশ্যই সাকিকের পাশে থাকবো, তাকে কিভাবে রক্ষা করা যায় সে ব্যাপারে আমরা চেষ্টা করবো। বিষয়টি আসলে আইসিসির ব্যাপার তবুও আমরা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছি। যাতে বিষয়টি কিভাবে সুষ্ঠুভাবে সমাধান করা যায়।

তিনি আরও বলেন, সাকিবের বিষয়টি সমাধান নাহওয়ার কারণে ভারত সফরের দল ঘোষণাও কিছুটা সময় লাগছে।

এদিকে আইসিসির নিষেধাজ্ঞার কবলে পড়তে যাচ্ছেন তিনি। জুয়াড়ির কাছ থেকে পাওয়া ম্যাচ পাতানোর অভিযোগ গোপন করায় এই শাস্তি। আজকালের মধ্যে এ বিষয়ে বিসিবিকে অফিসিয়ালি জানাবে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। ফলে, ভারত সফরে সাকিব না যাওয়াটা নিশ্চিত।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply