নিজের অপসারণের খবর প্রত্যাখ্যান করেছেন হংকং এর প্রধান নির্বাহী ক্যারি লাম। সোমবার আনুষ্ঠানিক বিবৃতিতে ক্যারি লাম বলেন, এ বিষয়ে ব্রিটিশ গণমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসের প্রকাশিত প্রতিবেদন সত্য নয়।
তার দাবি, হংকং এ চলমান বিক্ষোভ বেশ দক্ষতার সাথেই সামাল দিচ্ছেন তিনি। এছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় সরকারের সর্বোচ্চ সহযোগিতা পাচ্ছেন বলেও জানান ক্যারি লাম। দ্রুতই পরিস্থিত স্বাভাবিক হবে বলে প্রত্যাশা তার।
এদিকে, দ্য এশিয়ান ফিন্যান্সিয়াল হাব বলছে, গেলো পাঁচ মাস ধরে চলা বিক্ষোভের কারণে বড় ধরণের অর্থনৈতিক মন্দায় পড়তে যাচ্ছে বিশ্ব অর্থনীতির অন্যতম প্রাণকেন্দ্র হংকং।
প্রতিবেদনে বলা হয়, গেলো তিন মাসে শহরটির রফতানি লক্ষ্যমাত্রা কমেছে গত বছরের একই সময়ের চেয়ে ৭ শতাংশ।
Leave a reply