মাল বোঝাই ট্রাক সেতু পার হচ্ছিল। কিন্তু ট্রাক ও তাতে থাকা মালের ভর সইতে না পেরে ভেঙে পড়লো সেতুটি। দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার কাঁকড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।
আত্রাই নদের ওপরে থাকা বেইলি সেতুটি ভেঙে যায় আজ মঙ্গলবার সকাল সাতটার দিকে। এতে চিরিরবন্দর হয়ে দিনাজপুরের সঙ্গে পার্বতীপুরের সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। হাজার হাজার মানুষ পড়েছে চরম দুর্ভোগে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বিকট শব্দে সেতুটি ভেঙে যায়। স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে দেখেন পণ্যবোঝাই একটি ট্রাক পড়ে আছে। স্থানীয়রাই ট্রাকচালক ও তার সহকারীকে উদ্ধার করেন।
আহত চালক ও সহকারীকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীর দাবি, ট্রাকটি সক্ষমতার চেয়ে বেশি পণ্য বহন করছিলো। ব্রিজ সংস্কারে অন্তত দুই সপ্তাহ সময় লাগবে বলে তিনি জানান।
Leave a reply