Site icon Jamuna Television

পাকিস্তানে চলন্ত ট্রেনে আগুন, নিহত ৬২

পাকিস্তানের পাঞ্জাবে একটি চলন্ত ট্রেনে আগুন লেগে প্রাণ গেছে অন্তত ৬২ আরোহীর। দগ্ধ ও আহত হয়েছে আরও অনেকে।

বৃহস্পতিবার করাচি থেকে রাওয়ালপিন্ডিগামী তেজগাম এক্সপ্রেসে রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। রহিম ইয়ার খান শহরে এ দুর্ঘটনায় আগুনে পুড়ে ছাই হয় ট্রেনের তিনটি বগি।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাস্থলে চলছে উদ্ধার তৎপরতা। প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলেও শঙ্কা রয়েছে।

জানা গেছে, বিস্ফোরণে আতঙ্কিত হয়ে যারা চলন্ত ট্রেন থেকে লাফ দিয়েছে, উদ্ধারকৃত মরদেহের বেশিরভাগই তাদের। পুরোনো ও দুর্বল অবকাঠামো আর রক্ষণাবেক্ষণের অভাবে প্রায়ই ট্রেন দুর্ঘটনা ঘটে থাকে পাকিস্তানে।

Exit mobile version