আহ্ছান উল্লাহ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ

|

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন আহ্ছান উল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. কাজী শরিফুল ইসলাম।

আজ বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিয়মিত উপাচার্য যোগদান না করা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ট্রেজারার অধ্যাপক ড. মো. আমানউল্লাহকে ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্ব প্রদান করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ে অন্দোলনরত ছাত্র-ছাত্রীদের অন্যান্য দাবি নিয়মিত উপাচার্য যোগদানের পরে বিবেচনা করার জন্য পেশ করা হবে। উল্লেখিত ব্যবস্থা গ্রহণের পরিপ্রেক্ষিতে আন্দোলনরত ছাত্র-ছাত্রীসহ বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীকে শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিক রাখার জন্য সার্বিকভাবে সহযোগিতা করার আহ্বান জানানো হচ্ছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply