নওগাঁয় সড়ক দুর্ঘটনায় ডিবির দুই সদস্য নিহত

|

নওগাঁর ধামইরহাট উপজেলার আগ্রাদ্বীগুন বাজারে সড়ক দুর্ঘটনায় ডিবি পুলিশের এক এএসআই ও এক কনস্টেবলের মৃত্যু হয়েছে। রাত সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে। নওগাঁর পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, সন্ধ্যায় নওগাঁ ডিবি পুলিশের এএসআই বাছেদ ও কনস্টেবল মুনির মাদকের আসামি গ্রেফতার করতে আগ্রাদ্বীগুন এলাকায় যায়। মোটর সাইকেলে করে তারা আসামিকে ধাওয়া করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হন। এতে দুজনেই মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান।

ঘটনার পর স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য তাদেরকে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক আহত দুজনকেই মৃত ঘোষণা করেন। পরে পত্নীতলা থানা পুলিশ মৃতদেহগুলো হেফাজতে নেয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply