প্রিয় ফুটবলারের জার্সি নিয়ে গ্যালারিতে ভক্তদের কাড়াকাড়ি !

|

একজন ফুটবলারের জার্সির জন্য কতটুকু পাগল হতে পারে সমর্থকরা? শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ টুর্নামেন্টের ফাইনালে হেরে শিরোপা হাতছাড়া হলেও সমর্থকদের ভালোবাসা এতোটুকু কমেনি জামাল ভূঁইয়ার জন্য। ম্যাচ শেষ তাদের ভালোবাসার কিছুটা প্রতিদানও দিয়েছেন জামাল। আর তা নিয়েই যেনো ফুটবলপাগল সমর্থকদের মধ্যে যুদ্ধ।

ম্যাচ শেষ, শেষ শিরোপা পুনোরুদ্ধারের স্বপ্নও। তবে তাতে কি ভালোবাসা কমে যায় সমর্থকদের। হালের ক্রেজ জামাল ভূঁইয়া মাঠে উপস্থিত দর্শকদের ভালোবাসার প্রতিদান দিতে ছুটে গেলেন গ্যালারিতে।

তাতেও যেনো মন ভোরলো না সমর্থকদের। যা টের পেয়েছিলেন জামাল। ড্রেসিং রুম থেকে এনে নিজের জার্সি ছুড়ে দিলেন গ্যালারিতে।

তাতেও হলো না। এরপর ছুটে এলেন লুকা রটকোভিচ। তাকে নিয়েও মাতামাতি সমর্থকদের। বেমালুম ভুলে গেলেন দলের হারের কথা। ঝাঁপিয়ে পড়লেন তার জার্সির উপর।

এরপর অধিনায়ক জামাল নিয়ে এলেন আরো ৩টি জার্সি। যা হাতে পেতে মরিয়া গ্যালারি ভর্তি দর্শকরা। টানা ১০ মিনিট টানাটানি করেও যার ফয়সালা হয়নি।

এর মাঝে একটি জার্সি নিয়ে ধস্তাধস্তিতে অংশ নিলেন দ্বায়িত্বরত এক পুলিশও! শেষ পর্যন্ত জার্সিটি বাগিয়ে নিয়েই ছাড়লেন ফুটবলপ্রেমী এই কর্মকর্তা।

এর মাঝে আবার দেখা গেলো টস করে জার্সির ভাগ্য নির্ধারণ করলো এক পক্ষ। তাদের দেখা দেখি অপর দলও হাঁটলো একই পথে।

কিন্তু পুলিশ কর্মকর্তা কি আর জামাল ভূইয়ার জার্সি হাতছাড়া করতে চাইবেন! তিনি ওটা তার কাছেই রাখলেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply