প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আনুষ্ঠানিক অভিশংসনে তদন্ত শুরুর বিল পাস হলো মার্কিন কংগ্রেসে।
৪৩৪ আসনের প্রতিনিধি পরিষদের ভোটাভুটিতে বিলের পক্ষে সমর্থন জানান ২৩২ আইনপ্রণেতা; বিপক্ষে ছিলেন ১৯৬ জন। প্রেসিডেন্ট ট্রাম্প দফতর থেকে ক্ষমতাচ্যুত হচ্ছেন কিনা- বিলে সেটি মুখ্য নয়। বরং, তাঁর বিরুদ্ধে ওঠা অভিশংসন তদন্ত আরও কিভাবে জনসম্মুখে স্পষ্ট করা যায়- সেটাই বিলের মূল বক্তব্য।
পার্লামেন্টে হওয়া এ ভোটাভুটির কঠোর সমালোচনা করেছে হোয়াইট হাউজ। বলছে, ক্ষমতার অপব্যবহার করছে বিরোধীরা। ইউক্রেনের সহায়তায় প্রতিপক্ষ জো বাইডেনকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ উঠে প্রেসিডেন্টের বিরুদ্ধে। যা, পুরোপুরি অস্বীকার করেন ডোনাল্ড ট্রাম্প।
Leave a reply