মার্কিন কংগ্রেসে ট্রাম্পের আনুষ্ঠানিক অভিসংশনে তদন্ত শুরুর বিল পাস

|

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আনুষ্ঠানিক অভিসংশনে তদন্ত শুরুর বিল পাস হলো মার্কিন কংগ্রেসে।

৪৩৪ আসনের প্রতিনিধি পরিষদের ভোটাভুটিতে বিলের পক্ষে সমর্থন জানান ২৩২ আইনপ্রণেতা; বিপক্ষে ছিলেন ১৯৬ জন।

প্রেসিডেন্ট ট্রাম্প দফতর থেকে ক্ষমতাচ্যুত হচ্ছেন কিনা- বিলে সেটি মুখ্য নয়। বরং, তাঁর বিরুদ্ধে ওঠা অভিসংশন তদন্ত আরও কিভাবে জনসম্মুখে স্পষ্ট করা যায়- সেটাই বিলের মূল ব্ক্তব্য।

পার্লামেন্টে হওয়া এ ভোটাভুটির কঠোর সমালোচনা করেছে হোয়াইট হাউজ। বলছে, ক্ষমতার অপব্যবহার করছে বিরোধীরা।

ইউক্রেনের সহায়তায় প্রতিপক্ষ জো বাইডেনকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ উঠে প্রেসিডেন্টের বিরুদ্ধে। যা পুরোপুরি অস্বীকার করেন ডোনাল্ড ট্রাম্প।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply