তিন মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে অবশেষে জাতীয় দলের জার্সি গায়ে ফিরছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। ব্রাজিল ও উরুগুয়ের বিপক্ষে দু’টি প্রীতি ম্যাচের জন্য ঘোষিত ২৬ সদস্যের দলে রাখা হয়েছে তাকে।
মেসির সঙ্গে দলে ফিরছেন সার্জিও অ্যাগুয়েরো। তবে স্কোয়াডে রাখা হয়নি অ্যানহেল ডি মারিয়া ও মাওরো ইকার্দিকে।
সবশেষ কোপা আমেরিকায় পক্ষপাতদুষ্ট রেফারিং ও দুর্নীতির অভিযোগ তুলেন দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশনের বিপক্ষে। আর তাতেই তিন মাসের জন্য নিষিদ্ধ করা হয় আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে। আর এই নিষেধাজ্ঞার সময়ে চারটি ম্যাচ খেলেছে আর্জেন্টিনা।
সম্প্রতি নিজ দেশের গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে মেসি জানান, অধরা বিশ্বকাপ জিতেই তুলে রাখতে চান আকাশি নীল জার্সি।
সৌদি আরবে ১৫ নভেম্বর প্রীতি ম্যাচের লড়বে দুই ল্যাটিন জায়ান্ট। এরপর ১৮ নভেম্বর ইসরায়েলে মেসির আর্জেন্টিনা খেলবেন উরুগুয়ের বিপক্ষে…
আর এই ম্যাচ দু’টির জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। মেসির সঙ্গে দলে ফিরছেন ম্যানসিটি তারকা সার্জিও অ্যাগুয়েরো।
তবে বাদ পড়েছেন পিএসজিতে ধারে খেলতে যাওয়া বিতর্কিত ফরোয়ার্ড মাওরো ইকার্দি। ২৬ সদস্যের দলে থেকে বাদ পড়ছেন উইঙ্গার অ্যানহেল ডি মারিয়ার।
Leave a reply