জাবিতে ৪০/৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করে কর্তৃপক্ষের মামলা

|

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মহিবুর রৌফ শৈবালের উপর হামলার অভিযোগ এনে অজ্ঞাতনামা ৪০/৫০ জনকে আসামি করে মামলা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শুক্রবার দিবাগত রাতে আশুলিয়া থানায় মামলাটি দায়ের করেন বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহীন।

মামলায় বাদি অভিযোগে উল্লেখ করেন, গত ৩০ অক্টোবর বুধবার পুরাতন কলা ভবনের দায়িত্ব পালনের সময় অজ্ঞাতনামা ৪০/৫০ জন সংঘবদ্ধ হয়ে সহকারী প্রক্টর মহিবুর রৌফ শৈবালকে হত্যার উদ্দেশ্যে মারপিট করে। এরপর থেকে আহত অবস্থায় সাভারের একটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছে।

এদিকে দুর্নীতির অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.ফারজানা ইসলামের অপসারণের দাবিতে আজও ধর্মঘট কমসুচি পালন করছে শিক্ষক-শিক্ষার্থীরা।

শনিবার সকাল থেকে দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগরের ব্যানারে আন্দোলনকারী শিক্ষক ও শিক্ষার্থীরা এ কমসুচি পালন করছেন।

এসময় বিভিন্ন একাডেমিক কার্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে অবরোধ করে রাখেন। যার ফলে বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়ের সকল সাপ্তাহিক ও সান্ধ্যকালীন কোর্সের ক্লাস-পরীক্ষা। কেউই ক্লাস রুমে প্রবেশ করতে পারেনি।

টানা সাত দিন ধরে বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়ের সমস্থ প্রশাসনিক কার্যক্রম। বাধাগ্রস্থ হচ্ছে শিক্ষা কার্যক্রম।

উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত তাদের এ আন্দোলন চলবে বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষক ও শিক্ষার্থীরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply