আগামী জানুয়ারিতে ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। জানুয়ারির মধ্য থেকে শেষ ভাগের মধ্যে যেকোনো দিন ভোটগ্রহণ অনু্ষ্ঠিত হবে বলে জানিয়েছেন ইসি সচিব। দুই সিটিতে একই দিনে ভোটগ্রহণ হবে।
স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে নির্বাচন করার চিঠি পেয়েছে কমিশন। ১৮ নভেম্বরের পর যেকোনো দিন ঘোষণা করা হবে তফসিল। দুই সিটির সবগুলো কেন্দ্রে ইভিএম-এ ভোট নেয়া হবে। তবে চট্টগ্রাম সিটি করপোরেশনের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান ইসি সচিব।
২০১৫ সালের ২৮ এপ্রিল একই দিনে ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশনের ভোট হয়েছিল। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন অনুযায়ী, পাঁচ বছর মেয়াদ পূর্ণ হওয়ার ১৮০ দিন আগে যেকোনো সময় ভোট করতে হবে। ইসির কর্মকর্তারা জানিয়েছেন, ঢাকা উত্তর সিটিতে ২০১৫ সালের ১৪ মে, দক্ষিণ সিটিতে ওই বছরের ১৭ মে এবং চট্টগ্রাম সিটিতে ৬ আগস্ট প্রথম সভা অনুষ্ঠিত হয়। সে হিসেবে ঢাকা উত্তরের মেয়াদ হবে আগামী বছরের (২০২০ সালের) ১৩ মে পর্যন্ত; আর দক্ষিণে ১৬ মে পর্যন্ত। চট্টগ্রাম সিটির মেয়াদ শেষ হবে ২০২০ সালের ৫ আগস্ট।
Leave a reply