অবশেষে অনিশ্চয়তার মেঘ কেটে মাঠে গড়ালো বাংলাদেশ ভারত টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। এই ম্যাচে বাংলাদেশ দলে অভিষেক হলো তরুণ বাঁহাতি ব্যাটসম্যান নাঈম শেখের। সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগে দারুণ ছন্দে ছিলেন নাঈম। লিগে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি।
সম্প্রতি বাংলাদেশ ‘এ’ দলের হয়ে শ্রীলঙ্কার বিপক্ষে দুটি ফিফটি করেছিলেন নাঈম। ধারাবাহিকভাবে রান করার পুরস্কার পেয়েছেন সাঙ্গাকারার ভক্ত এই বাঁহাতি।
নাঈম শেখের ক্রিকেটার হয়ে ওঠা খুব বেশি দিনের নয়। তিন বছর আগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে না পেরে ফরিদপুর জুনিয়র ক্রিকেট কোচিং ক্লাবে ভর্তি হন। ফরিদপুর জেলার হয়ে সর্বোচ্চ রান করার পর এক বছর আগে ঢাকা বিভাগের হয়ে খেলে সর্বোচ্চ রান সংগ্রাহক হন নাঈম। ২০১৬ সালে চ্যালেঞ্জ কাপে অংশ নিয়ে টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যানও হন তিনি। এরপর সরাসরি সুযোগ আসে অনূর্ধ্ব-১৯ দলে। সেখানে ভালো খেলার পুরস্কার হিসেবে নিউজিল্যান্ডে গেছেন বিশ্বকাপ খেলতে।
সাকবি-তামিম বিহীন বাংলাদেশ দলে সুযোগ এসেছে। তা কতটা কাজে লাগাতে পারেন নাঈম সেটিই এখন দেখার বিষয়।
Leave a reply