উত্ত্যক্ত করায় অভিমানে স্কুলছাত্রীর আত্মহত্যা

|

ধামরাইয়ে উত্ত্যক্তের শিকার হয়ে অভিমানে মুন্নি আক্তার নামে ৭ম শ্রেণির এক স্কুলছাত্রী আত্নহত্যা করেছে। এ ঘটনায় পুলিশ একই স্কুলের ৯ম শ্রেণির ৪ ছাত্রকে আটক করেছে।

রোববার সন্ধ্যায় ধামরাইয়ের রাজাপুর এলাকায় তার নিজ বাড়ি থেকে মুন্নির মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত মুন্নি আক্তার রাজাপুর কহেলা বাহারাম মল্লিক উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী ও চৌহাট ইউনিয়নের রাজাপুর গ্রামের মনির হোসেনের মেয়ে।

আটককৃতরা হলেন- চৌহাট ইউনিয়নের চড় রাজাপুর গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে রবিন ইসলাম (১৭) একই ইউনিয়ন ও একই গ্রামের জাবিক হোসেনের ছেলে রাব্বি (১৫) ইউনুস খানের ছেলে সফিকুল খান (১৬) আব্দুল বারেকের ছেলে বকুল মিয়া (১৫)। এরা ৪ জনই রাজাপুর কহেলা বাহারাম মল্লিক উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, মুন্নি আক্তার স্কুল থেকে বাড়ি ফিরে নিজ ঘরে গিয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে। পরিবারের অভিযোগ, তার স্কুলে ৯ম শ্রেণির ছাত্র রবিন ইসলামসহ চারজন মুন্নিকে উত্ত্যক্ত ও কটূক্তি করে। সেই অপমান সহ্য না করতে পেরে অভিমানে মুন্নি আত্নহনন করে।

এ ঘটনায় নিহতের বাবা মনির হোসেন বাদী হয়ে ধামরাই থানায় নারী নির্যাতনসহ আত্নহত্যার প্ররোচণা মামলা দায়ের করেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply