ম্যাচ জিতিয়ে যা বললেন মুশফিক

|

৪৩ বলে ৬০ রানের অপরাজিত ইনিংস খেলে ইতিহাসের দায় শোধ করলেন মুশফিকুর রহিম। ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো জয় ছিনিয়ে আনলেন। হলেন ম্যাচসেরাও। দুর্দান্ত এই ইনিংসে দলকে জিতিয়ে মাঠ ছাড়ার পর মুশফিক বলেছেন, হাজার হাজার দর্শকের সামনে আমরা খেলছিলাম, এটা অবশ্যই বিশেষ অনুভূতির।

ম্যাচের ১৯-তম ওভারের শেষ ৪ বলে বাউন্ডারি হাকিয়ে জয় ছিনিয়ে আনা মুশফিকের সাথে তৃতীয় উইকেটে ৫৫ বলে ৬০ রানের জুটি গড়েন সৌম্য সরকার। সৌম্যকেও তাই কৃতিত্ব দিতে ভুল করলেন না। বলেছেন, সৌম্যর সঙ্গে আমার কথা হচ্ছিল। ম্যাচকে বেশ এগিয়ে নেওয়ার চিন্তা আমরা করেছিলাম। সৌভাগ্যবশত অনেক ওভার খেলতে পেরেছি। তবে সৌম্য সত্যিই তার অবদান ভালোভাবে রেখেছে।

৭ উইকেটের জয়ে মোহাম্মদ নাঈম ও বোলারদের কৃতিত্ব দিতে ভুললেন না ম্যাচসেরা মুশফিক, নাঈমও ভালো করেছে এবং বোলাররাও। একজন ক্রিকেটার হিসেবে উন্নতি করতে আমার সেরাটা দিয়ে যাচ্ছি। আশা করি বাংলাদেশের জন্য প্রত্যেক খেলায় ভালো কিছু করতে পারবো।

তাই যেন হয়। মুশফিকের ভালো করাটা এখন যে আরও বেশি দরকার সাকিব-তামিমবিহীন বাংলাদেশ দলের।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply