ম্যাচ জয়ে বাংলাদেশকে কৃতিত্ব দিচ্ছেন রোহিত

|

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা বলেছেন, বাংলাদেশের কৃতিত্বকে অস্বীকার করব না, তারা আমাদের ব্যাটিংয়ের শুরু থেকেই চাপের মধ্যে রেখেছে।

বিরাট কোহলি বিশ্রামে থাকায় ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কের ভূমিকায় রয়েছেন তারকা ওপেনার রোহিত শর্মা।

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের প্রথম টি-টোয়েন্টিতে পরাজয়ের পর ভারত অধিনায়ক বলেন, এই স্কোর (১৪৮) জেতার মত ছিল। মাঠে আমরা কিছু ভুল করেছি। দলের কিছু কম অভিজ্ঞ তরুণ খেলোয়াড় ছিল।

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে অতীতে টানা ৮ ম্যাচে জয় পাওয়া পর এই প্রথম হেরে গেল ভারত। ঘরের মাঠে দিল্লিতে পরাজয়ের পর ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা বলেন, এই পরাজয় থেকে আমাদের অনেক কিছু শিখতে হবে। পরবর্তীতে যাতে এমন ভুল আর না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।

তিনি আরও বলেন, আমরা রিভিউ নেওয়ায় কিছু ভুল করেছি। মাঠে আমরা সেরাটা দিতে পারিনি। তবে ব্যাটিং অনুসারে লড়াই করার মত স্কোরই দাঁড় করাতে পেরেছিলাম।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply