Site icon Jamuna Television

নেপালে বাস নদীতে পড়ে নিহত ১৭

নেপালের একটি যাত্রীবোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে কম পক্ষে ৭ শিশুসহ ১৭ জন নিহত হয়েছে।

দেশটির মধ্যাঞ্চলে গত রোববার এ দুর্ঘটনা ঘটে। বাসটি সিন্ধুপালচৌক জেলা থেকে রাজধানী কাঠমাণ্ডু আসার পথে নিয়ন্ত্রণ হারালে ওই হতাহতের ঘটনা ঘটে। খবর এএফপির।

বাসটি নদীতে পড়ে প্রায় ৫০ মিটার গভীরে তলিয়ে যায়। অতিরিক্ত যাত্রীবোঝাই বাসটির অর্ধশতাধিক আরোহী আহত হয়েছে বলে জানা গেছে।

পুলিশের সঙ্গে স্থানীয় লোকজন এবং সেনা বাহিনীও উদ্ধার অভিযানে নেমেছে। এখনো কয়েকজন নিখোঁজ আছে বলে জানিয়েছে পুলিশ।

পাহাড়ি এ দেশটিতে প্রায়ই এ ধরণের দুর্ঘটনা ঘটে এবং এতে বহু হতাহতের ঘটনা ঘটে প্রতিবছর।

Exit mobile version