বরগুনা প্রতিনিধি
বরগুনার পাথরঘাটার কাকচিড়া ইউনিয়নের খাসতবক গ্রামে গাছ কাটতে গিয়ে মা-ছেলেসহ তিন ব্যক্তি মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা হলেন দেলোয়ার হাওলাদার, (৭০) হামিদা বেগম (৬০) ও তার ছেলে রাসেল (১৬)।
প্রত্যক্ষদর্শিরা জানান, সকাল আটটার দিকে দেলোয়ার হাওলাদার তাঁর বাড়ির সামনের বাগানে একটি সুপারি গাছ কাটতে যান। কাটার শেষ হলে গাছটি বিদ্যুতের লাইনের উপর পরে বিদ্যুতায়িত হয়। কিন্ত দেলোয়ার হোসেন বিষয়টি বুঝতে পারেননি। তিনি ওই গাছটি টেনে তুলতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে মারা যান। এসময় তাকে বাঁচাতে হামিদা বেগম এগিয়ে এলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হোন তাকে বাঁচাতে ছেলে রাসেল এগিয়ে আসলে রাসেলও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহাবুদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃত ব্যক্তিদের সুরতহাল সম্পন্ন করেছে। এ ঘটনায় যদি কেউ অভিযোগ করে তবে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।
Leave a reply