বাংলাদেশ-ভারত সম্পর্ক শুধুমাত্র রাজনৈতিক নয় বরং আত্মীয়তার : জি এম কাদের

|

বাংলাদেশ-ভারত সম্পর্ক শুধুমাত্র রাজনৈতিক নয় বরং আত্মীয়তার বন্ধন। এই মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।

তিনি বলেন, আসাম সংকট নিয়ে সাধারণ মানুষের ভুল বোঝাবুঝি হয়েছে।

আজ সোমবার সকালে রাজধানীর একটি হোটেলে আসাম ও ত্রিপুরা রাজ্যের প্রতিনিধি দলের সাথে এক মতবিনিময়ে তিনি এ মন্তব্য করেন।

জি এম কাদের বলেন, ত্রিপুরার সাথে রাজনৈতিক সম্পর্কের পাশাপাশি আত্মীয়তার সুসম্পর্ক আছে।

কাদের বলেন, ফেনী নদীর পানি ও তিস্তা নদীর পানি নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। ভারতের সাথে সুসম্পর্ক বজায় থাকলে ভবিষ্যতে বাংলাদেশ লাভবান হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply