দেনমোহর হিসেবে টাকা দেয়াটাই আমাদের দেশে প্রচলিত। এমন কে কতো টাকায় দেনমোহর দিলো এনিয়ে চলে আলোচনা-সমালোচনা। তবে এবার বিয়েতে টাকার বদলে ৫০ হাজার রুপির বই দেনমোহর নিয়েছেন এক নববধূ। এমনই ব্যতিক্রমী ঘটনা ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গে। ১২ই অক্টোবর এই দম্পতির বিয়ে হয়।
জানা যায়, বর মেহেবুব সাহানা দিল্লির জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সদ্য পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। আর কনে ২৭ বছরের সানজিদা পারভিন উত্তরপ্রদেশের আলিগড় বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। বিশ্বসাহিত্যে মুসলিমদের চিন্তার পরিবর্তন নিয়ে গবেষণা করছেন এই ছাত্রী।
এই গবেষণা থেকেই নববধূ সানজিদা বর মেহেবুবের থেকে অর্থের বদলে বই দাবি করেন সানজিদা। তিনি বলেন, আমি বরের ওপরে আর্থিকভাবে নির্ভরশীল নই, তা হলে তার কাছ থেকে খামোখা টাকা নেব, কেন?। এমনকি গবেষণা প্রয়োজন অনুযায়ী বেদ-বাইবেল বিষয়ক বইও তিনি নিয়েছেন।
Leave a reply