ওমান প্রতিনিধি:
আরব্য উপন্যাসের সিন্দাবাদের নগরী খ্যাত ওমানের মাসকাট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল ।
বাংলাদেশ দলের ওমানে পৌঁছার খবরে ওমানে অবস্থানরত বাংলাদেশী ফুটবল ভক্ত প্রবাসীদের মধ্যে বইছে আনন্দের বন্যা। যেন বাংলাদেশ ফুটবল দল নয় গোটা বাংলাদেশকে’ই কাছে পেয়েছেন তারা ।
বাংলাদেশী ফুটবল ভক্তদের প্রত্যাশা ওমানের মাটিতে নিজেদের সেরা খেলাটাই খেলবে প্রিয় বাংলাদেশের খেলোয়াড়রা।
বাংলাদেশ জাতীয় দলের কোচ এবং টিম ম্যানেজার যমুনা নিউজকে জানান, বাংলাদেশকে কোন রকমের চাপের মধ্যে না রেখে নিজেদের সেরা খেলা টুকু খেলানোই হচ্ছে আপাতত তাদের মূল লক্ষ্য।
Leave a reply