Site icon Jamuna Television

জাবি ভিসির বাসভবন অবরোধ করে বিক্ষোভ চলছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ফারজানা ইসলামের বাসভবনের সামনে অবস্থান নিয়ে রাতভর অবরোধ ও বিক্ষোভ করেন আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার সকাল থেকেও একই জায়গায় অবস্থান করছেন তারা। উপাচার্যকে পদত্যাগের আহ্বান জানানোর পরও তিনি না সরে যাওয়ায় এ কর্মসূচি বলে জানান আন্দোলনকারীরা।

এর আগে সোমবার রাত সাড়ে সাতটার দিকে বাসভবনের প্রধান ফটকের সামনে অবস্থান নেন তারা। অবরোধ কর্মসূচির খবর শুনে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা অনেকেই ভিসির বাসভবনে চলে যান। নিরাপত্তার জন্য রাত থেকে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ।

Exit mobile version