জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে দেয়া স্বীকৃতিকে প্রত্যাখ্যান করে একটি প্রস্তাবে আজ বৃহস্পতিবার ভোটভুটি হবে জাতিসংঘের সাধারণ পরিষদে। ইসলামি সম্মেলন সংস্থা ওআইসির পক্ষে তুরস্ক আর ইয়েমেনের অনুরোধের ভিত্তিতে আজকের এই জরুরি অধিবেশন ডাকা হয়েছে।
এদিকে অধিবেশন বসার আগে জাতিসংঘের সদস্য দেশগুলোকে হুমকি দিয়েছেন মার্কিন দূত নিকি হ্যালি।
ইসরায়েলি পত্রিকা হারেৎজ হ্যালির লেখা একটি গোপনীয় চিঠি প্রকাশ করেছে। জাতিসংঘের সদস্য দেশগুলোকে পাঠানো ওই চিঠিতে হ্যালি হুমকি দিয়ে লিখেছেন, ‘আজকের ভোটাভুটির বিষয়টির ওপর চোখ রাখবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আমাকে নির্দেশ দিয়েছেন, যেসব দেশ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভোট দেবে সেগুলোর নাম তাকে জানাতে।’
হ্যালি লিখেছেন, ‘আপনারা ভোট দিতে যাচ্ছেন। তার আগে আমি জানিয়ে রাখছি, প্রেসিডেন্ট (ট্রাম্প) এবং যুক্তরাষ্ট্র এই ভোটাভুটিকে ‘ব্যক্তিগতভাবে’ নেবে।’ তিনি আরও বলেন, যারা ট্রাম্পের দেয়া স্বীকৃতিকে প্রত্যাখ্যান করবে তাদের নাম লেখা হবে।
এর আগে গত সপ্তাহে নিরাপত্তা পরিষদ জেরুজালেমকে দেয়া মার্কিন স্বীকৃতিকে ১৪-১ ভোটে প্রত্যাখ্যান করেছিলো।
Leave a reply