জাবিতে আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগের সংঘর্ষ

|

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসিবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে তৈরি হয়েছে উত্তেজনা। দুপুরের দিকে মুখোমুখি অবস্থানে আন্দোলনকারী ও ভিসিপন্থি শিক্ষকরা। এরপর ভিসির বাস ভবনে সামনে ছাত্রলীগ মিছিল নিয়ে আসলে আন্দোলনকারীদের সাথে সংঘর্ষ-মারামারির ঘটনা ঘটনা ঘটে। এসময় ছাত্রলীগ অবস্থানরত আন্দোলনকারীদের তুলে দেয়ার চেষ্টা করে।

গতকাল রাত থেকেই আন্দোলনকারীরা অবরোধ করেন ভিসি’র বাসভবন। সকাল পর্যন্ত সেখানেই অবস্থান করেন তারা। ১১টার পর উপাচার্যকে বাসভবন থেকে বের করে আনতে যান, তার মতাদর্শের শিক্ষকরা। এসময় দু’পক্ষ মুখোমুখি অবস্থানে চলে যায়। চলে তর্ক-বিতর্ক।

এখন পর্যন্ত সেখানে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। অবরোধ কর্মসূচির খবর শুনে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা অনেকেই ভিসির বাসভবনে চলে যান। নিরাপত্তার জন্য রাত থেকে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply