শীতলক্ষ্যা নদী তীরে উচ্ছেদ অভিযান

|

স্টাফ করেসপন্ডেন্ট নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের রূপগঞ্জের শীতলক্ষ্যা নদী তীরে চতুর্থ দফায় তৃতীয় দিনের মতো অবৈধ স্থাপনা উচ্ছেদ করছে বিআইডব্লিউটিএ’র ভ্রাম্যমাণ আদালত। বুধবার সকাল থেকে উপজেলার বেলদি এলাকায় নদীর তীর দখল করে গড়ে ওঠা দুটি ইটভাটার আংশিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেয় হয়। বিআইডব্লিউটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপসচিব এস এম হাবিবুর রহমান হাকিমের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান চালানো হয়।

এসময় উপস্থিত ছিলেন বি আই ডব্লিউ টি এ যুগ্ম পরিচালক শেখ মাসুদ কামাল উপ-পরিচালক শহীদুল্লাহ বিআইডব্লিউটিএ’র ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিপুল সংখ্যক পুলিশ ও আনসার বাহিনীর সহায়তায় বিআইডব্লিউটিএ উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম হাবিবুর রহমান জানান, বিআইডব্লিউটিএ বুধবার দুটি ইটভাটা অবৈধ অংশ গুড়িয়ে দিয়ে প্রায় এক একর জমি উদ্ধার করে।

পরে ওয়েস্টার্ন মেরিন ডকইয়ার্ডে অভিযান চালায় বিআইডব্লিউটিএ কর্মকর্তারা। এ সময় অনুমতি না নিয়ে শীতলক্ষ্যা নদীর তীর ব্যবহার করার অভিযোগ এনে উচ্ছেদ অভিযান চালানো হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply