কেন্দ্রীয় শহীদ মিনারে সাদেক হোসেন খোকার মরদেহের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তুরের মানুষ। এরপর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মরদেহ নেয়া হবে নয়াপল্টনে। সেখানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হবে দ্বিতীয় জানাজা।
বেলা ১২টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হয় সাদেক হোসেন খোকার মরদেহ। এসময় বিএনপির বিপুল সংখ্যাক নেতাকর্মীসহ সাধারণ মানুষ, স্বজন-সমর্থকরা শ্রদ্ধা নিবেদন করেন। অশ্রুসিক্ত নয়নে বিদায় জানান রণাঙ্গণের বীর মুক্তিযোদ্ধাকে। তার আত্মার মাগফেরাত কামনা করেন সবাই। তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করেন আগতরা। বলেন, সাদেক হোসেন খোকা রাজনৈতিকভাবে সমৃদ্ধ ছিলেন। তাঁর মৃত্যুতে যে শূন্যতা তৈরি হলো তা পূরণ হবার নয়। জানাজা হওয়ার কথা রয়েছে ঢাকা দক্ষিণের নগর ভবনেও। এছাড়া গোপীবাগে নিজ বাসা হয়ে ধুপখোলা মাঠে জানাজা শেষে জুরাইন কবরস্থানে দাফন করা হবে বিএনপির এই নেতাকে।
Leave a reply