Site icon Jamuna Television

আলাইনার জন্মদিনে আবেগী সাকিব

৪ বছর পূর্ণ হলো সাকিব আল হাসানের একমাত্র মেয়ে আলাইনা। ২০১৫ সালের ৮ নভেম্বর সাকিব আল হাসান ও উম্মে আহমেদ শিশিরের কোলজুড়ে এসেছিল ফুটফুটে আলাইনা।

চতুর্থ জন্মদিন উপলক্ষ্যে আলাইনার একটি ছবি আপলোড করে সাকিব লিখেছেন, চতুর্থ জন্মবার্ষিকীর শুভেচ্ছা, আমার জীবন। তুমি আমার জীবনে সূর্যের আলো। আমার জীবনের সবচেয়ে বড় সুখের উৎস। পৃথিবীর অন্য যেকোনো কিছুর চেয়ে বেশি ভালোবাসি তোমাকে।

এর আগেও বিভিন্ন সাক্ষাৎকারে সাকিব জানিয়েছেন, তার জীবনের সবচেয়ে বড় উপহার এবং সবচেয়ে আনন্দের ঘটনাই হলো আলাইনার জন্ম হওয়া। আলাইনার চতুর্থ জন্মবার্ষিকীতে সে কথাটাই আরেকবার বললেন।

জুয়াড়ির কাছ থেকে পাওয়া প্রস্তাব গোপন করায় এক বছরের জন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছেন সাকিব। অন্যথায়, এখন দলের সাথে ভারতে থাকার কথা ছিল তার। মুদ্রার অন্যপিঠও আছে। সাময়িক এই বিরতির কারণে মেয়ের জন্মদিনে তার পাশে থাকতে পারছেন। একজন বাবার কাছে এটি অবশ্যই বিশেষ কিছু।

Exit mobile version