তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দুই ম্যাচ শেষ হয়েছে। একটি বাংলাদেশ অপরটি জিতেছে স্বাগতিক ভারত। যার কারণে শেষ ম্যাচটি কার্যত ফাইনালে রূপ নিয়েছে। টি-টোয়েন্টির পর প্রথমবারের মতো ভারতে টেস্ট খেলবে বাংলাদেশ। আগামী ১৪ নভেম্বর ইন্দোরের বিধর্বা ক্রিকেট স্টেডিয়ামে হবে শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। টেস্ট সিরিজে অংশ নেয়ার উদ্দেশ্যে আজ দুপুর ১২টায় দেশ ত্যাগ করেছেন দলের ৮ খেলোয়াড়রা।
নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান আইসিসির নিষেধাজ্ঞার কবলে। তাই অধিনায়কত্বের ভার পড়েছে মুমিনুল হকের কাঁধে। তার নেতৃত্বেই ভারত গেলেন সাদমান ইসলাম, ইমরুল কায়েস, সাঈফ হাসান, মেহেদি হাসান মিরাজ, নাঈম হাসান, আবু জায়েদ চৌধুরী রাহী এবং এবাদত হোসেন।
বাংলাদেশের টেস্ট স্কোয়াড:
সাদমান ইসলাম, ইমরুল কায়েস, সাঈফ হাসান, মুমিনল হক (অধিনায়ক), লিটন কুমার দাস, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাইম হাসান, মোস্তাফিজুর রহমান, আলআমিন হোসেন, আবু জায়েদ চৌধুরী রাহী এবং এবাদত হোসেন।
Leave a reply