নতুন করে পরমাণু অস্ত্র সক্ষমতার দিকে ঝুঁকেছে ইরান। আন্তর্জাতিক মহল কার্যকর উদ্যোগ না নিলে ঘটবে বড় অঘটন। বৃহস্পতিবার আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা- IAEA’র বৈঠক শেষে এ শঙ্কা প্রকাশ করে যুক্তরাষ্ট্র।
এদিকে তেহরান জানিয়েছে, গুপ্তচরবৃত্তির অভিযোগে, IAEA’র এক গবেষককে আটক করেছে তারা।
রুহানি প্রশাসনের অভিযোগ, দেশটির নিজস্ব নীতিমালা ভেঙ্গেছে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা।
আইএইএ’র মার্কিন প্রতিনিধি জ্যাকি ওলকোট বলেন, ইরানে অঘোষিত পারমাণবিক উপাদান এবং সংশ্লিষ্ট কার্যক্রম লক্ষ্য করছে IAEA। অথচ, তেহরান বিশ্বাসযোগ্য কোন ব্যাখ্যা দিতে পারছে না। বড় অঘটন এড়াতে, আন্তর্জাতিক মহলের যেকোন উদ্যেগের পাশে রয়েছে যুক্তরাষ্ট্র।
আইএইএ’র ইরানের প্রতিনিধি কাজেম ঘারিব আবাদি বলেন, গবেষণা কেন্দ্রগুলোয় প্রবেশে প্রয়োজনীয় অনুমোদন এবং অতিরিক্ত নিরাপত্তা প্রয়োজন। কিন্তু, সেসবের তোয়াক্কা না করেই নাতাঞ্জ কেন্দ্রে ঢুকেছিলেন IAEA পর্যবেক্ষক। নিয়ম রক্ষার্থে তাকে আটকের পর ছেড়ে দেয়া হয়।
Leave a reply