স্টাফ রিপোর্টার:
ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে শুক্রবার বিকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হলেও পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ফেরি ও লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। তবে ঘাটে যাত্রী ও যানবাহনের চাপ কম।
বিআইডব্লিউটিসির আরিচা অঞ্চলের ডেপুটি জেনারেল ম্যানেজার (ভারপ্রাপ্ত) জিল্লুর রহমান জানান, ঘূর্ণিঝড়ের প্রভাবে ঘাট এলাকায় বৃষ্টিপাত হচ্ছে। তবে পদ্মা নদী রয়েছে শান্ত। এ কারণে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। তবে ঘাটে প্রতিদিনের চেয়ে যানবাহন ও যাত্রীর চাপ কম।
তিনি জানান, পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে বর্তমানে ছোট বড় ১৭টি ফেরি চলাচল করছে।
বিআইডব্লিউটিএ’র সহকারি পরিচালক (নৌ-ট্টাফিক) ফরিদ হোসেন জানান, নদী শান্ত থাকায় পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজীরহাট নৌ রুটে লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে।
Leave a reply