Site icon Jamuna Television

চট্টগ্রাম, কক্সবাজার ও যশোরে বিমান চলাচল বন্ধ

ঘুর্ণিঝড় ‘বুলবুল’ এর কারণে আজ শনিবার বিকাল ৪টা থেকে আগামীকাল রবিবার সকাল ৬টা পর্যন্ত চট্টগ্রাম, কক্সবাজার ও যশোরে বিমান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

শনিবার বিকেল ৪টা থেকে রবিবার সকাল ৬টা পর্যন্ত চট্টগ্রামে বিমান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়ে শাহ আমানত বিমানবন্দর কর্তৃপক্ষ। এয়ারপোর্ট ম্যানেজার সরওয়ার-ই-জামান এ তথ্য নিশ্চিত করেন।

সরওয়ার-ই-জামান বলেন, “ঘূর্ণিঝড় ‘বুলবুল’ বিকাল ৩টার পর চট্টগ্রাম বন্দর অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। তাই বিকাল ৪টা থেকে আমরা ফ্লাইট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। আগামীকাল সকাল ৬টা পর্যন্ত এই নির্দেশনা বলবৎ থাকবে।”

Exit mobile version