ভারতের সাবেক তারকা ক্রিকেটার হরভজন সিং বলেছেন, মাহমুদউল্লাহ রিয়াদ একজন দারুণ ক্রিকেটার। সে বাংলাদেশের ম্যাচজয়ী খেলোয়াড়।
ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পেয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) না জানানোর অপরাধে পেশাদার ক্রিকেট থেকে এক বছর নিষিদ্ধ সাকিব আল হাসান।
সাকিব দলের বাইরে থাকায় ভারত সফরে টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দিচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তার নেতৃত্বেই গত রোববার ভারতের বিপক্ষে দিল্লিতে টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে ৭ উইকেটের ঐতিহাসিক জয় পায় বাংলাদেশ।
টাইগার সমর্থকদের বিশ্বাস রিয়াদের অধিনায়কত্বে আগামীকাল নাগপুরে শেষ টি-টোয়েন্টিতে জিতে ভারতের বিপক্ষে সিরিজ জয়ের ইতিহাস গড়বে বাংলাদেশ।
এর আগে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৭ উইকেটে জয় পায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ৮ উইকেটে জিতে সিরিজে ১-১ সমতায় ফেরে স্বাগতিক ভারত। আগামীকাল রোববার নাগপুরে অনুষ্ঠিত হবে সিরিজের শেষ ম্যাচ। এই ম্যাচে যারা জিতবে তারাই পাবে ট্রফি।
Leave a reply