বাংলাদেশের স্থলভাগে আঘাত হেনেছে বুলবুল। একই সাথে ক্রমশ দুর্বল হয়ে পড়ছে ঘূর্ণিঝড়টি।
সর্বশেষ ব্রিফিংয়ে আবহাওয়া অফিস জানিয়েছে, ভোররাতের দিকে ঝড়টি সুন্দরবনের নিকট দিয়ে উপকূল অতিক্রম সম্পন্ন করতে পারে। ঘূর্ণিঝড়টির ভেতরে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার, যা দমকা বা ঝড়ো হাওয়ার আকারে ১১০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছে সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে।
মোংলা ও পায়রা বন্দরকে এখনও ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উপকূলের ৯টি জেলা এই সংকেতের আওতায় থাকবে।
একইভাবে চট্টগ্রাম বন্দরে ৯ নম্বর মহাবিপদ সংকেত অব্যাহত থাকবে।
রোববার বিকালের পর থেকে পরিস্থিতির উন্নতি হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
Leave a reply