বাবরি মসজিদ মামলার রায়ের পর উসকানির অভিযোগে ৪৭ জন গ্রেফতার

|

অযোধ্যা বাবরি মসজিদ মামলার রায়ের পর, উসকানি ছড়ানোর অভিযোগে কমপক্ষে ৪৭ জনকে গ্রেফতার করা হয়েছে। উত্তর প্রদেশে মুছে ফেলা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমের ৭ হাজার ৬৮১টি পোস্ট।

রাজ্য পুলিশের মহাপরিচালক পিভি রামা শাস্ত্রি জানান, ইন্টারনেটে সবধরণের কার্যক্রম রাখা হয়েছে নজরদারিতে।

পিভি রামা শাস্ত্রি বলেন, কিছু পোস্টের বিরুদ্ধে রিপোর্ট করা হয়েছে। বাকি ব্যবহারকারীদের পোস্ট মুছে ফেলতে পাঠানো হয়েছে নোটিশ।

কর্তৃপক্ষের দাবি, ইউটিউব-টুইটার-ফেসবুক ও হোয়াটসঅ্যাপে সাম্প্রদায়িকতা ছড়ানোর বিরুদ্ধে গ্রহণ করা হয়েছে জিরো টলারেন্স নীতি।

শনিবার, ভারতে সবচেয়ে দীর্ঘসময় চলা জমি সংক্রান্ত মামলার রায় দেন সর্বোচ্চ আদালত। বাবরি মসজিদের ২ দশমিক ৭৭ একর জমি দেয়া হয় হিন্দু সম্প্রদায়কে।

আর মসজিদ নির্মাণের জন্য অযোধ্যাতেই মুসলিম সম্প্রদায়কে ৫ একর জমি বরাদ্দের নির্দেশ দেয়া হয়েছে কেন্দ্রীয় সরকারকে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply