ইরাকে সরকার বিরোধী বিক্ষোভে ১ মাসে নিহত ৩১৯

|

ইরাকে সরকার বিরোধী বিক্ষোভে একমাসে প্রাণ হারিয়েছেন ৩১৯ জন; আহত কমপক্ষে ১৫ হাজার। রোববার, হতাহতের এ তথ্য প্রকাশ করে হিউম্যান রাইটস কমিশন।

রোববারও, রাজধানী বাগদাদের গুরুত্বপূর্ণ এলাকাগুলোয় অবস্থান নেয় আন্দোলনকারীরা। তাদের ঠেকাতে কংক্রিটের ব্লক বসানো হয় স্পর্শকাতর ও সরকারি দফতরগুলোর চারপাশে। তবুও, দু’পক্ষের ভয়াবহ সংঘাতে প্রাণ হারান কমপক্ষে ছ’জন; আহত হন অনেকে।

একইদিন, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা- অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক বিবৃতিতে জানায়, রক্তবন্যা বইছে ইরাকে। সশস্ত্র বাহিনীকে নির্দয় ও বেআইনি আচরণ নিয়ন্ত্রণে দেশটির সরকারের প্রতি আহ্বান জানায় সংস্থাটি।

রাজনৈতিক সংস্কার, সরকারের পতন এবং জীবনমাণের উন্নয়নের দাবিতে গেলো সেপ্টেম্বর থেকে ইরাকে চলছে সহিংস বিক্ষোভ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply