মার্কিন সিদ্ধান্তের বিরোধিতা করলে সহায়তা বন্ধ: ট্রাম্প

|

জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার মার্কিন সিদ্ধান্তের বিরুদ্ধে যেসব দেশ জাতিসংঘের সাধারণ পরিষদে ভোট দেবে তাদেরকে দেয়া অর্থনৈতিক সহায়তা বন্ধের হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বিবদমান নগরীর জেরুজালেমকে ইরায়েলের রাজধানী ঘোষণা নিয়ে আন্তর্জাতিক মহলে সমালোচনার মধ্যেই ট্রাম্প এমন পদক্ষেপের কথা জানালেন। হোয়াইট হাউসের বক্তব্য, ওইসব দেশ লাখ লাখ ডলার এমনকি কোটি কোটি ডলার নিয়ে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ভোট দিচ্ছে।

ট্রাম্প বলেন, ‘নিকি হ্যালি জাতিসংঘে বিশ্বকে যথার্থ বার্তা দিয়েছেন। অনেক দেশ আমাদের অর্থে চলে, অথচ নিরাপত্তা পরিষদে ভোট দিয়েছে আমাদের বিরুদ্ধেই। সাধারণ পরিষদেও আমাদের বিরুদ্ধে কারা দাঁড়ায় সেটি নজরে রাখবো। বন্ধ করা হবে তাদের অর্থ সহায়তা। এতে আমাদেরই লাভ। শুধু শুধু আর কাউকে ফায়দা লুটতে দেয়া হবে না।’

জাতিসংঘের সাধারণ অধিবেশনে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতির বিরোধিতা করে প্রস্তাবে আজ বৃহস্পতিবার ভোট অনুষ্ঠানে ঠিক আগ মুহূর্তে এমন হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট।

এর আগে গতকাল বুধবার জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিক্কি হ্যালে হুঁশিয়ারি দিয়ে সদস্য দেশগুলোর উদ্দেশে বলেন, জেরুজালেম ইস্যুতে যারা যুক্তরাষ্ট্রের বিরোধিতা করবে তাদের নাম তালিকা সংরক্ষণ করবে হোয়াইট হাউস।

জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতিদানের বিরোধিতা করে গত সোমবার মিসরের পক্ষ থেকে একটি প্রস্তাবনা উত্থাপন করা হয়। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৫টি সদস্য দেশের মধ্যে ১৪টি দেশ সেটির পক্ষে ভোট দেয়। একমাত্র যুক্তরাষ্ট্রই বিপক্ষে ভোট দেয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply