হাসপাতালে লতা মঙ্গেশকর

|

মুম্বাইয়ের একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি রাখা হয়েছে ভারতীয় সঙ্গীত কিংবদন্তি লতা মঙ্গেশকরকে।

১০ নভেম্বর দিবাগত রাতে লতা মঙ্গেশকর শ্বাসকষ্টজনিত কারণে অসুস্থ হয়ে পড়েন। শারীরিক জটিলতা থাকলেও গত রাতে তিনি ফুসফুসের সমস্যায় আক্রান্ত হন।

গুরুতর অবস্থায় মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের আইসিইউতে তাকে ভর্তি করা হয়। ২৮ সেপ্টেম্বর এই শিল্পী ৯০-এ পা দিয়েছেন।

টাইমস অব ইন্ডিয়ার খবরে জানা যায়, এখন তার শারীরিক অবস্থা স্থিতিশীল।

লতা মঙ্গেশকর ভারতের অন্যতম সেরা গায়িকা। ২০০১ সালে তিনি ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান ভারতরত্নে ভূষিত হয়েছেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply