ফরিদপুর মেডিকেলে পর্দা কেনায় দুর্নীতি: চার চিকিৎসককে জিজ্ঞাসাবাদ

|

ফরিদপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পর্দা কেনায় নজিরবিহীন দুর্নীতির জন্য চার চিকিৎসককে জিজ্ঞাসাবাদ করেছে দুদক।

সকালেই চক্ষু বিজ্ঞান বিভাগের সিনিয়র কনসালট্যান্টসহ চারজনকে জিজ্ঞাসাবাদ শুরু করে দুদক। তারা হলেন, ডা. শেখ আব্দুল ফাতাহ, ডা. মো. মিজানুর রহমান, ডা. মো. এনামুল হক ও ডা. মো. শামসুল আলম।

২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত অকল্পনীয় দামে পর্দাসহ নানা যান্ত্রপাতি কেনা হয়।

আইসিইউয়ের জন্য প্রতিটি পর্দা কেনা হয় ৩৭ লাখ ৫০ হাজার টাকায়। এছাড়া ৩ থেকে ৫ হাজার টাকার স্টেথিস্কোপ কেনায় খরচ করেছে, ১ লাখ সাড়ে ১২ হাজার টাকা করে। ১০ হাজার টাকার ডিজিটাল ব্লাড প্রেশার মাপার মেশিন কেনা হয় ১০ লাখ ২৫ হাজার টাকায়। ৫০ লাখ টাকার অক্সিজেন জেনারেটিং প্ল্যান্ট কেনে ৫ কোটি ২৭ লাখ টাকায়।

চিকিৎসকদের মত পেশার মানুষ এমন দুর্নীতিতে জড়ানো মর্মান্তিক জানিয়ে আদালত দুদককে অনুসন্ধানের নির্দেশ দিয়েছিলো।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply