২০২১ সালের মধ্যে দেশের সব ঘরে বিদ্যুৎ যাবে: প্রধানমন্ত্রী

|

২০২১ সালের মধ্যে দেশের সব ঘরে বিদ্যুৎ যাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বুধবার সকালে গণভবনে সাতটি নতুন বিদ্যুৎ কেন্দ্র ও ২৩টি উপজেলার শতভাগ বিদ্যুতায়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

এসময় প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের বিদ্যুতের চাহিদা পূরণে সরকারের পাশাপাশি বেসরকারি খাতকেও উৎসাহিত করা হয়েছে। এর ফলে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হচ্ছে বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, দেশের যেসব এলাকায় গ্রিড লাইন পৌছায়নি সেখানে সৌর বিদ্যুৎ সরবরাহ করা হবে। বিদ্যুৎ ব্যবহারে সবাইকে সাশ্রয়ী ও সচেতন হওয়ার আহ্বান জানান শেখ হাসিনা।

বক্তব্য শেষে আনুষ্ঠানিকভাবে ৭টি বিদ্যুৎকেন্দ্র ও ২৩ উজেললার শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply