জেলা প্রশাসক ও পুলিশ সুপারের তত্ত্বাবধানে প্রতিবন্ধী যুগলের বিবাহ

|

পটুয়াখালী প্রতি‌নি‌ধি:

পটুয়াখালীতে দুইজন বুদ্ধি প্রতিবন্ধির বিয়ে দিলেন পটুৃয়াখালীর জেলা প্রশাসক ও পুলিশ সুপার।

বুধবার (১৩ নভেম্বর) দুপুরে পটুয়াখালী ক্লাবে নব-দম্পতি বিবাহ উত্তর সংবর্ধনা ও ভোজের আয়োজন করে জেলা প্রশাসক ও পুলিশ সুপার।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী এবং পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান পিপিএম। অনুষ্ঠানে আগত সকল অতিথিদের খাবার পরিবেশন ও কুশল বিনিময় করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। তারা এর আগে বর কনের সাথে আলাদা আলাদা ছবিও তুলেন।

বর পটুয়াখালী পৌরসভা ০৭ নং ওয়ার্ডের বাসিন্দা ছিদ্দিক তালুকদার, কনে সদর উপজেলা বহলগাছিয়া গ্রামের ফাতিমা বেগম। এরা দুইজনই বুদ্ধি প্রতিবন্ধী। বর কনে উভয়ই বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থী ছিলেন।

নবদম্পতির পরিবার জানায়, এই বিবাহে তারা অত্যন্ত খুশি। বর ও কনের পরিবার সবার কাছে দোয়া চেয়েছেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply