সরকারের প্রতিটি পদক্ষেপের লক্ষ্য টেকসই উন্নয়ন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বৃহস্পতিবার বিআইসিসি মিলনায়াতনে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন উন্নয়ন মেলার উদ্বোধনী ভাষণে এসব কথা বলেন তিনি।
এসময় তিনি বলেন, বর্গচাষী ঋণ পেতে বিনা জামানতে আমরাই তাদের ঋণ দিতে শুরু করি।
সহজেই কৃষি সরঞ্জাম পেতে কৃষকদের কৃষি উপকরণ কার্ড দিয়েছি।
প্রধানমন্ত্রী বলেন. বহুমুখী পরিকল্পনার মাধ্যমে মানুষের জীবন মান উন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার।
তিনি বলেন, এক সময় ক্ষুদ্রঋণ আমরা সমর্থন দিয়েছিলাম। ভেবেছিলাম দারিদ্র বিমোচন হবে। পরে দেখলাম দারিদ্র বিমোচন না হয়ে দারিদ্র লালন পালন করা হয়।
প্রধানমন্ত্রী আরও বলেন, আমরা গৃহহীনদের ঘর দিয়ার পদক্ষেপ নিয়েছিলাম তারপর তাদের প্রশিক্ষণ দিয়েছি। গৃহহারাদের ঘরবাড়ি করে দেয়ার কর্মসূচিও অব্যাহত রেখেছি। প্রতিটি পরিবারকে দারিদ্র থেকে মুক্ত করতে কাজ করে যাচ্ছি। প্রত্যেক পরিবারকে দারিদ্র থেক মুক্ত করতে একটি বাড়ি একটি খামার প্রকল্প গ্রহণ করা হয়েছে।
Leave a reply