ভারতের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে লড়ছে বাংলাদেশ। বৃহস্পতিবার ইন্দোরে টস জিতে আগে ব্যাটিং করছেন টাইগাররা। এ টেস্টে আর ৩৫ রান করতে পারলেই সাবেক সতীর্থ মোহাম্মদ আশরাফুলকে টপকে যাবেন মুশফিকুর রহিম।
ভারতের বিপক্ষে সাদা পোশাকে ৪২.৮৮ গড়ে ৩৮৬ রান করেন আশরাফুল। ১১ ইনিংসে ১ সেঞ্চুরি ও ২ ফিফটিতে এ রান করেন তিনি।
একই দলের বিপক্ষে ক্রিকেটের অভিজাত সংস্করণে রান সংগ্রহে দ্বিতীয় স্থানে রয়েছেন মুশফিক। এর আগে ৫৬.১৬ গড়ে ৩৩৭ রান করেন তিনি। সেক্ষেত্রে ৫০ রান করতে পারলেই টিম ইন্ডিয়ার বিপক্ষে টেস্টে আশরাফুলকে ছাড়িয়ে যেতেন মিস্টার ডিপেন্ডেবল।
এখন পর্যন্ত সেই পথেই আছেন মুশি। ১৫ রান নিয়ে অপরাজিত আছেন তিনি।
Leave a reply