সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেন দুর্ঘটনার ৬ ঘণ্টা পর ব্রডগেজ লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু হয়েছে। চলছে ক্ষতিগ্রস্ত ডুয়ালগেজ লাইন থেকে বগি সরানো কাজ। এর আগে ট্রেন দুর্ঘটনায় ছয়টি বগি লাইনচ্যুত হয়। আগুন ধরে কয়েকটিতে।
এরআগে উল্লাপাড়ায় স্টেশনে রংপুর এক্সপ্রেস ট্রেনের ৬টি বগি লাইনচ্যুত হয়েছে। এসময় একটি শীতাতপ নিয়ন্ত্রিত বগিসহ ২টি বগিতে আগুন ধরে যায়। এতে আহত হয় ৫ জন।
দুর্ঘটনার পর থেকে উত্তর ও দক্ষিণাঞ্চলের সাথে ঢাকার রেল যোগাযোগ বন্ধ ছিলো।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকা থেকে রংপুরগামী রংপুর এক্সপ্রেসের ইঞ্জিন প্রথমে লাইনচ্যুত হয়। পরে আরও ৫টি বগি রেললাইন থেকে নেমে যায়। এক পর্যায়ে ট্রেনের ইঞ্জিনে আগুন ধরে যায়।
Leave a reply