কুমিল্লা ব্যুরো
কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার পৌর এলাকার সাইলচর নামক স্থান থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে মিরপুর হাইওয়ে ফাঁড়ির পুলিশ। পুলিশের ধারনা অজ্ঞাত ব্যক্তির গাড়ির ধাক্কায় মৃত্যু হতে পারে।
জানা যায়, দেবিদ্বার পৌর এলাকার সাইলচর (কোরের পাড়) কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের পশ্চিম পার্শ্বে একটি অচেনা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা দেবিদ্বার থানা পুলিশকে সংবাদ দেয়। পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত ওই যুবকের লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুজ্জামান জানান, প্রাথমিক সুরতহালে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত মৃত ব্যক্তিটি মানসিক ভারসাম্যহীন। মাথায় ও হাটুতে আঘাতের চিহ্ন রয়েছে, ভোরের কোন এক সময় অজ্ঞাত গাড়ির সাথে ধাক্কা লেগে হয়তো ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। লাশের ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করা হয়েছে।
Leave a reply