স্বচ্ছ ইমেজের সাবেক ছাত্রলীগ নেতারাই স্বেচ্ছাসেবকলীগের নেতৃত্বে আসবে: ওবায়দুল কাদের

|

ত্যাগী ও স্বচ্ছ ইমেজের সাবেক ছাত্রলীগ নেতারাই স্বেচ্ছাসেবকলীগের নেতৃত্বে আসবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিকালে স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানের মঞ্চ পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, কাউন্সিলররাই স্বেচ্ছাসেবক ও যুবলীগের পরবর্তী নেতৃত্ব নির্বাচন করবেন। স্বেচ্ছাসেবক ও যুবলীগের শীর্ষ নেতাদের যেহেতু অব্যাহতি দেয়া হয়েছে তাই সম্মেলনের সার্বিক দায়িত্ব প্রস্তুতি কমিটিই পালন করবে বলেও জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

ওবায়দুল কাদের বলেন, কথার রাজনীতি ছাড়া বিএনপির এখন কিছুই করার নেই। পেঁয়াজের দাম সহনীয় পর্যায়ে আনতে এই মাস সময় লাগবে বলেও জানান ওবায়দুল কাদের।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply