মালয়েশিয়ার বিভিন্ন ক্যাম্পে ১৩৮৪ বাংলাদেশি

|

মালয়েশিয়ার বিভিন্ন ক্যাম্পে ১৩৮৪ বাংলাদেশি দেশে ফিরার অপেক্ষায় রয়েছেন। দেশটির অভিবাসন বিভাগসহ বিভিন্ন বাহিনীর অভিযানে গ্রেফতারের পর সাজা শেষে দেশে ফিরার অপেক্ষার প্রহর গুণছেন তারা।

এ বিষয়ে বাংলাদেশ হাইকমিশনের কাউন্সেলর (শ্রম ২) মোঃ হেদায়েতুল ইসলাম মন্ডল বলেন, যারা ডিটেনশন ক্যাম্পে আটক ‘যাদের পাসপোর্ট নেই তাদের নাগরিকত্ব নিশ্চিত হবার জন্য দূতাবাসের পক্ষ থেকে বিভিন্ন ক্যাম্পে গিয়ে সাক্ষাৎকার নেওয়া হয়। তাছাড়া কিভাবে বাংলাদেশ থেকে এসেছে, কেন শাস্তি পেয়েছে এসব বিষয়ে খোঁজ নেওয়া হয়।

মালয়েশিয়ার ইমিগ্রেশনের মহা পরিচালক দাতু খাইরুল দাজাইমি আবু দাউদ সম্প্রতি এক সংবাদ সম্মেলনে জানান, মালয়েশিয়ার ১৪ টি ডিটেনশন সেন্টারের মধ্যে ১২ টি সেন্টারে ৩৮ জন নারীসহ মোট ১৩৮৪ বাংলাদেশি রয়েছেন। এর মধ্যে একজন শিশু ও রয়েছে। এ ছাড়া ডিটেনশন সেন্টারে এসব বাংলাদেশিসহ আটক বিভিন্ন দেশের ৮ হাজার ৭শত ৭৪ জন।

ইমিগ্রেশন মহা পরিচালক সাংবাদিকদের বলেন, চলমান ব্যাক ফর গুড’ এর আওতায় বিভিন্ন দেশের অভিবাসীরা দেশে ফেরার অপেক্ষায় রয়েছে। ইতিমধ্যেই ৭৫ হাজার ৩শত ৪৪ জন বিভিন্ন দেশের অভিবাসীরা ইমিগ্রেশন অফিসে নিজ নিজ দেশে ফিরার আবেদন করেছেন । এর মধ্য থেকে ৫৬ হাজার ২শত ৮৪ জন ইতিমধ্যে মালয়েশিয়া ত্যাগ করেছেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply